• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২২ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

‘নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান’

কুমিল্লা জার্নাল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নিবাচন অনুষ্ঠিত হবে৷ কুমিল্লার ৩ উপজেলার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় নিজের প্রার্থীকে জেতাতে উপজেলা চেয়ারম্যান আবু জাহেরের বক্তব্য ভাইরাল হয়েছে ফেসবুকে। মালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল উঠান বৈঠকে তিনি বিদ্রোহী প্রার্থীকে জেতাতে করণীয় বিষয়ে নেতাকর্মীদের পরামর্শ দেওয়া সময় চেয়ারম্যান আবু জাহের বলেন, চাঁদাবাজ ও অবৈধ টাকার কারণে আমাদের এমপি নৌকা মনোনয়ন দিতে পারেনি। আমরা প্রমাণ করে দিবো, নৌকার মাঝি খারাপ। নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান। তাই আমি মনে করি, এডভোকেট জাহাঙ্গীরকে ভোট দিয়ে মালাপাড়াবাসী প্রমাণ করে দিবে আমরা ভদ্রলোককে জিতিয়েছি। তিনি আরও বলেন, একজন লোক যদি ১০টা করে ভোট দেন তাহলে ভোটের অভাব হবে না আশা করি। তার এই বক্তেব্যর বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, আমরা জানি মালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন একজন মুক্তিযোদ্ধার সন্তান৷ বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু জাহের তাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ আর নৌকা যাবে পাকিস্তান এর মাধ্যমে তিনি যে আওয়ামী লীগের বা নৌকার কেহ না তার প্রমাণ করেছেন৷ উপজেলা আওয়ামী লীগ পরিবার তার সঠিক বিচার দাবি করছে৷

 

আরও পড়ুন

  • লিড এর আরও খবর