বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার শেষ নেই। এবার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) এ রায় দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আমি ন্যায়-বিচার পাইনি। আদালত আমার তথ্য প্রমাণ দেখেনি, যার ফলে আমি সঠিক বিচার পাইনি।’
এ সময় তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তিনি।
আদালত চত্ত্বরে এ কথা জানিয়ে নিপুণ আরও বলেন, ‘তার আগে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এই রায়কে স্থগিত চেয়ে আবেদন করব।’
আপনার মতামত লিখুন :