• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে লালমাই’তে মানববন্ধন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন, লালমাই, কুমিল্লা। 

 

সম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা লালমাই উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৩০ জুলাই) দুপুরে বাগমারাস্থ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এ মানবন্ধন পালিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শর্মা, পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন মজুমদার পুলক, যুগ্ম আহবায়ক রতন দে, সদস্য সচিব সুমন রায় চৌধুরী, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস।

 

এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ডা. স্বদেশ রায়, নেপাল সাহা, প্রদীপ কুমার আচার্য্য, গোপাল দত্ত, বীর মুক্তিযোদ্ধা হারাধন বিশ্বাস, সুবাস দাস, অনীল চন্দ্র সূত্রধর, সম্ভু রায়, সঞ্জয় সিংহ, জাগো হিন্দু পরিষদের সভাপতি ডা. জনি রায় সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন শতাধিক হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর