• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

পাইপ লাইনে নিরাপদ পানি সরবরাহে ভূলইন উত্তরে প্লান্ট স্থাপনের স্থান পরিদর্শন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন “আমার গ্রাম, আমার শহর” এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গ্রামীণ জনপদে নাগরিকদের শহরের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে দেশের সব উপজেলার ন্যায় লালমাই উপজেলাতে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

 

পানিকে আর্সেনিক ও আয়রন মুক্ত করে সুপেয় পানি সরবরাহের লক্ষে সোমবার (১১ এপ্রিল) দুপুরে লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্লান্ট স্থাপনের স্থান পরিদর্শন করেন লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির।

এসময় উপস্থিত ছিলেন প্লান্ট স্থাপনের এরিয়া ম্যানেজার শাহিন আলম ও প্রধান মিস্ত্রি।

 

লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সারা বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্পে ৩০০০ লিটারের ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের মাধ্যমে ১০ টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ এলাকায় প্রতি দশ পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে একটি করে প্লান্ট স্থাপন করে পানি সরবরাহ কার্যক্রম বাস্তবায়ন করতে নির্বাচিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করি।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর