নাজনীন নৈশি, কুবি প্রতিনিধি:
প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে আছেন ইসরাত জাহান জেরিন ও অপর্ণা দেবী।
রবিবার (৩ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে।
এছাড়া কমিটিতে সহ -সভাপতি হিসেবে আছেন কনক ইসলাম, মার্জিয়া সুলতানা, জিন্নাহ সুলতানা ইভা, চৈতি রানী বৈদ্য, সিসিলি জামান, শেফা চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিলকিস জান্নাত, কাজী ফাইজা মেহজাবিন, চৈতি চাকমা এবং আতেফা লিয়া।
এছাড়াও এ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রিফা সাদিয়া ভাবনা,তাওহীদা সোনালী এবং আনিকা বুশরাকে।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং এক মাসের মাধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
আপনার মতামত লিখুন :