বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০তম আসরের শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দুর্দান্ত ঢাকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছে ৪বারের চ্যাম্পিয়নরা। তবে এই হারেও ‘ইতিবাচক’ অনেক কিছু দেখছেন কুমিল্লা দলপতি লিটন দাস।
বিপিএলের গত আসরও হার দিয়ে শুরু করে কুমিল্লা। শুধু তাই নয়, টানা তিন হারে একেবারে ব্যাকফুটেই চলে গিয়েছিল দলটি। কিন্তু সেখান থেকে জয়ের ধারায় ফিরে কুমিল্লা শুধু শেষ চারেই ওঠেনি, বরং শিরোপাও জিতেছিল।
৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে কুমিল্লা। এরপর বাকি দুই ম্যাচ জিতে শিরোপা জয়ের উল্লাস করে কুমিল্লা। এর আগে ২০১৫ বিপিএলেও হার দিয়ে শুরু করে পরে শিরোপা জেতে দলটি, এবারও হারে শুরু করল কুমিল্লা।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫ উইকেটের হারে টুর্নামেন্ট শুরু করা দলটির অধিনায়ক লিটন দাস বলেন, ‘প্রতিটি হারই কষ্টের। আমি অধিনায়ক, আমি চাইব সব ম্যাচ জিততে। অবশ্যই এদিক দিয়ে তো খারাপ লাগবেই হেরে গেছি।’
তবে হার নিয়ে চিন্তিত নন লিটন। কারণ দলটির হেড কোচ সালাউদ্দিন আহমেদ তাকে জানিয়েছে, হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লার জন্য সৌভাগ্যর। লিটন বলেন, ‘এটাও সত্যি যে কুমিল্লা প্রথম ম্যাচ হারে। স্যার (হেড কোচ) সেদিন বলছিলেন, আমরা প্রথম ম্যাচ হেরে যাই। হারটা নাকি এই সৌভাগ্য।’
এই ম্যাচ হারে বরং শাপে বর দেখছেন লিটন, ‘একটা জিনিস ভালো হয়েছে, মোটামুটি মানের স্কোর করেও আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরা পারি। আমি দলটা দেখতে পারলাম কোথায় ঘাটতি আছে, কোথায় শক্তিশালী। এখন আমরা দলটা ভালোভাবে তৈরি করতে পারব। পরের ম্যাচ থেকে আশা করি যে ভালো কিছু হবে।’
কুমিল্লা জার্নাল/ এইচআর
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :