![কুমিল্লা জার্নাল]( https://comilla-journal.com/wp-content/uploads/2021/12/received_591334622145014.webp )
মোবাইলে প্রবাসী প্রেমিকের সাথে ৫ বছরের ঘর সংসার, দেশে এসে বিয়েতে অস্বীকৃতি জানায় মালোয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া। বিয়ে না করলে প্রবাসী প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি প্রেমিকার। বুড়িচংয়ের ময়নামতি গন্ডুল ভূইয়া বাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গতকাল থেকে অনশনে বসেছেন একই ইউপির নারায়নসার গ্রামের প্রেমিকা কোহিনূর আক্তার (২২)। আপত্তি নেই ছেলের পরিবারের তবে পালিয়েছে প্রেমিক বিল্লাল হোসেন ভূঁইয়া।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :