লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী প্রেমনল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ অনুষ্ঠানে যোগদান করতে নতুন ও প্রাক্তণ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করার মধ্য দিয়ে বিদ্যালয় কম্পাউন্ডে এক মিলন মেলায় পরিনত হয়। সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রেমনল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম মজুমদার (বাবুল) ও সাবেক সভাপতি খোরশেদ আলম খোকন কেক কেটে সুবর্ণজয়ন্তী রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য ডা. হাসানুজ্জামান, অভিভাবক সদস্য মোঃ মাহবুবুল হক, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, শহিদুল ইসলাম, এম পেয়ার আহমেদ, বশির আহমেদ, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক – আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব – পেয়ার আহমদ রিপন, যুগ্ম আহবায়ক – মোহাম্মদ জাকির হোসেন বিএসসি, যুগ্ম আহবায়ক মো শহীদুল ইসলাম রিয়াজ, যুগ্ম আহবায়ক – মো ওবায়েদুল হক (ভেন্ডার), কোষাধ্যক্ষ – এস.এম মনির। সদস্যবৃন্দ- মো. শহীদুল ইসলাম, এম. পেয়ার আহমদ, মো. বশির আহমদ, মো রিয়াজ উদ্দিন, রবিউল হাসান রবিন প্রমুখ।
উল্লেখ্য,২০২৩ সালের ২৮ জানুয়ারী প্রেমনল উচ্চ বিদ্যালয়ের সুবর্নজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :