• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক অনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কর্তৃক অনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় বরুড়া উপজেলা স্বাধীনতা মঞ্চে উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কর্তৃক বীর মুক্তিযোদ্ধাের সম্পত্তি ভূমি দস্যুদের হাত থেকে দখল মুক্ত করার লক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশারের নেতৃত্বে অনশন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা হরস বর্ধন বড়ুয়া। বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি দেওয়ান শরফে উদ্দিন টুলু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। বীর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড দিনব্যাপী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে শেষে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর পরামর্শ অনুযায়ী কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর নির্দেশে ও জেলা মুক্তি যোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কর্তৃক আলোচনা সভার মাধ্যমে সমাধানের আশ্বস্ত হয়ে শরবত পান করে অনশন স্থগিত করে বাড়ী ফিরে যায়।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর