• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় ছিনতাইকৃত অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার

কুমিল্লা জার্নাল

 

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় ছিনতাইকৃত অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে। বরুড়া থানা সুত্রে জানা যায় গত ২৭ সেপ্টেম্বর সকাল অনুমান ৯টায় উপজেলার আদমসার দক্ষিণ পাড়া শহর আলী দরবেশ বাড়ীর মোঃ দুলাল মিয়ার ছেলে অটোরিকশা চালক মোঃ জুয়েল মিয়া তার বসত বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আদমপুর সাকিনস্থ ইরানী বাজার যায়। সকাল অনুমান ১০টায় ইরানি বাজার থেকে আসামী ১। মোঃ শামীম(৩৫), পিতা-মোঃ জালাল ,স্থায়ী ঠিকানাঃ গ্রাম- ধামতী বোশনা, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ২. নূরজাহান (মাহিনুর)(৪০), পিতা-নূরুল ইসলাম (খলিল) ,স্থায়ী ঠিকানাঃ গ্রাম- নুরমানিকচর (মধ্য পাড়া) , থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা। আসামীরা যাত্রীবেশে বিয়ের বাজার করবে মর্মে বাদীর অটোরিক্সা রিজার্ভ ভাড়া করে বুড়িচং থানার নিমসার বাজারের দিকে রওয়ানা হয়ে সকাল অনুমান ১০.১৫ মিনিটের সময় বরুড়া থানাধীন আদমসার বাজারস্থ জনৈক ইয়াছিনের “স” মিলের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছামাত্র বাদীর পাশের সিটে বসা আসামী মোঃ শামীম(৩৫) বাদীকে জোরপূর্বক অটোরিক্সা থেকে লাথি মারিয়া ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাদীর শোর চিৎকারে স্থানীয় লোকজন আসামি ও ছিনতাইকৃত অটোরিক্সা সহ আটক করে। পরবর্তীতে বরুড়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতারসহ ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে। বর্ণিত বিষয়ে অটো চালক মোঃ জুয়েল একটি লিখিত এজাহার দায়ের করিলে বরুড়া থানার মামলা নং-১৭, তারিখ-২৭/০৯/২০২২, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এবং তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর