• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ের দ্বারা অব্যাহত রাখলেন জসিম উদ্দিন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ শরীফ উদ্দিনঃ

কুমিল্লার বরুড়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ের দ্বারা অব্যাহত রাখলেন জসিম উদ্দিন।
১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২০৮ জন ভোটারের অংশ গ্রহণে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর এক জরুরি সভার সিদ্ধান্ত ক্রমে কঠোর সিদ্ধান্ত গ্রহন করে প্রশাসন। উল্লেখ্য গত ২৩ আগস্ট একযোগে কুমিল্লাসহ দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় ১৭ই অক্টোবর এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ডে বরুড়া উপজেলা আওয়ামী লীগ মনোনীত আক্তারুজ্জামান বাবু (ঘুড়ি প্রতীক), অপর দিকে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন (হাতি প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন, উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বরুড়া উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে সহযোগীতা করে। উল্লেখ্য বরুড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ২০৮ জন, তার মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২০৮, এর মধ্যে একটি ভোট বাতিল বলে গন্য হয়। এসময় ভোট গ্রহণের নির্দিষ্ট সময়ের পর প্রিজাইডিং অফিসার মোঃ আবুল হোসেন সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিনকে পুনরায় সদস্য হিসেবে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন। এতে মোঃ জসিম উদ্দিন (হাতি প্রতিকে) ১১৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তারুজ্জামান বাবু পেয়েছেন ৯২ ভোট।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর