• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় বেকার যুব-যুবতীদের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ। গত ১৯ জুলাই দুপুর ২টায় বরুড়া উপজেলা পরিষদের উদ্যোগে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত ও বিদেশ ফেরত, বেকার যুবক-যুবতীদের অংশ গ্রহণে ফ্রিল্যান্সিং (গ্রাফিক্স ডিজাইন) বিষয়ক ২১ দিন ব্যাপী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।
বরুড়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব ও ক্রীড়া কমিটির বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কর্মসুচীর সমাপনী সভায় বক্তব্য রাখেন জাইকার প্রতিনিধি এ বি সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, এসময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। এসময় প্রশিক্ষণার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

জার্নাল/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর