মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ আগষ্ট দুপুর ২টায় বরুড়া শ্রী শ্রী নৃসিংহ-দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ৪৪ তম বাৎসরিক উৎসব শ্রী শ্রী গীতাযজ্ঞ ও ভাগবত পাঠ, ২৬ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বরুড়া নৃসিংহ দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু গোপাল সাহা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাবু মনীন্দ্র কিশোর মজুমদার, বিশেষ অতিথি ছিলেন পাঠ ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দীপক কুমার সরকার, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ তপন ভৌমিক, সহ সভাপতি তাপস লাল দত্ত, বরুড়া নৃসিংহ দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তপন দাস, শারদাঞ্জলী ফোরামের সভাপতি বিনয় ভূষণ সাহা, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বনিক, সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এদিন জগন্নাথ মন্দির মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সনাতনী সংগঠন অংশ গ্রহণ করে। শেষে সনাতন ধর্মাবলম্বী সংগঠন-গীতা সংঘের শিশু ও শিক্ষার্থীরা গীতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :