• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

বর্ণাঢ্য আয়োজনে হাজতখোলা আহমাদিয়া ছাত্র কাফেলার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা

 

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষার সুনামধন্য বিদ্যাপীঠ হাজতখোলা কারিয়ানা মাদ্রাসা ও বাগমারা আল ইসরা মাদ্রাসার যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে যথাযথ মর্যাদা, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেল থেকে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, হাদিস প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি যাত্রা শুরু করে। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাজতখোলা আহমাদিয়া ছাত্র কাফেলা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুল জলিল সওদাগর, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ইউপি সদস্য আবুল কাশেম বাবুল, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল মালেক মানু মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুবলীগ সদস্য মোশারফ হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কবির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

পরে দর্শকদের উদ্দেশ্যে যৌথভাবে হামদ-নাত পরিবেশন করেন শানে মাদীনাহ শিল্পীগোষ্ঠী’র শিল্পী মাছুম বিল্লাহ মুহাজির, আবদুল কাদের বিপ্লবী, মোজাম্মেল ইবনে মুসলিম, কাজী মাসকুর এলাহী, আবদুল কাদের জিলানী, হাসান আল মাহমুদ, মাহমুদুল হাসান আদনান, আলা উদ্দিন আস সায়েম, ফয়সাল মাহমুদ, মুনতাসির রাহাত। ঐশী ধ্বনি পরিবেশন করেন কারামাতুল্লাহ মাসউদ ও আবু রায়হান মিনহাজ। বিনোদন থিয়েটার পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা মহিউদ্দিন হাসান ওরফে খান সাহেব।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর