
গাজী মামুন : লালমাই।।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাপন চন্দ্র সূত্রধর কে আহবায়ক এবং অমিত রায় কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক অর্ণব সিংহ রায় ও সদস্য সচিব পিন্টু দাস।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক প্রান্ত বড়ুয়া, যুগ্ম আহবায়ক প্রমদ দাস দীপ্ত, যুগ্ম আহবায়ক বিদ্যুৎ চন্দ্র ভৌমিক, যুগ্ম আহবায়ক শুভ ভৌমিক, যুগ্ম আহবায়ক অপু বড়ুয়া, যুগ্ম আহবায়ক দীপ্ত সিংহ, সদস্য জয় ভৌমিক, উজ্জ্বল ভৌমিক, অজয় দাস, অমিত শীল, পাপন কর্মকার, পিন্টু কর্মকার, শ্রাবণ ভৌমিক, নিলয় ভৌমিক, সজীব সূত্রধর, অনিক দাস, শুভ দাস, সৌরভ দাস, পিংকন সিংহ।
সেই সাথে উক্ত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা কমিটির দপ্তর বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :