• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

বাকই উত্তর ইউপি নির্বাচনে ভোটযুদ্ধে সুবর্ণ নাগরিক রেদোয়ানুর রহমান সুমন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

আসন্ন ৯নং বাকই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্মিলিত নাগরিক ঐক্য ফোরাম থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন শারীরিক প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কুমিল্লার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেদোয়ানুর রহমান সুমন।

 

বুধবার (৩০ নভেম্বর) লালমাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানার নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

 

মনোনয়নপত্র জমা শেষে সুমন বলেন, তাঁর তিন ভাইয়ের মধ্যে এক ভাই প্রবাসে থাকেন, আরেক ভাই ব্যবসা করেন ও এক বোন ডাক্তার। তাঁর বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে।

 

তিনি নিজেও গ্রাজুয়েশন ডিগ্রিধারী। এ নির্বাচনে পরিবারের সবাই তাঁকে সহযোগিতা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দাবি জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর