• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২২
Designed by Nagorikit.com

বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির মূল্যায়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

গাজী মামুন, লালমাই 

 

১৩ মে (শুক্রবার) বিকালে বাগমারা উচ্চ বিদ্যালয় হল রুমে বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমিটির সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় আয় ব্যায় বিবরণীর তথ্য তুলে ধরেন উদযাপন কমিটির সদস্য সচিব শিল্পপতি কামাল হোসেন।

 

সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও লালমাই সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, নবনির্বাচিত অভিভাবক সদস্য আইয়ুব আলী, জয়নাল আবদীন, শাহ জালাল ও মিজানুর রহমান মেম্বার।

 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, ইসলামি ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ।

 

শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করায় কমিটির সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করে মূল্যায়ন প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি গোলাম সারওয়ার।

 

উল্লেখ্য গত ১৯ মার্চ বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর