গাজী মামুন : লালমাই।।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।
ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম।
ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক নোমান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নাছির উদ্দিন মির্জা, বাগমারা উত্তর আ’লীগের সভাপতি সামছুল হক মুন্সী, উপজেলা আ’লীগের সদস্য এমদাদুল হক মজুমদার, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মেম্বার, জেল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজগর আলী আরজু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক নিখাদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল মির্জা, সাবেক ছাত্র নেতা রেহমান জামসেদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক হাবিব মজুমদারসহ অনেকে।
পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে নাহিদুল ইসলাম শান্ত কে সভাপতি, ফয়সাল মজুমদার কে সাধারণ সম্পাদক, মেহেদী হাসান কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সেই সাথে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইউনিয়ন কমিটির দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :