গাজী মামুন : লালমাই (কুমিল্লা)
দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের অন্তর্গত ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, আবদুল মালেক মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব মজুমদার রকেট, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মজুমদার প্রমুখ।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুল হান্নান মিয়াজি’র পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি হানিফ মজুমদার, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন হাজারী, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইমাম মেম্বার প্রমুখ।
পরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হিসেবে নজরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস মিয়া, সিরাজুল ইসলাম ও সফিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :