গাজী মামুন : লালমাই।।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লালমাই উপজেলাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে ইউনিয়নের আশকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন মজুমদার।
ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও ১নং যুগ্ম আহবায়ক ইমাম হোসেন খানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মাছুম তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন সবুজ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শ্রাবন, আল আমিন, নাছির উদ্দিন প্রমুখ।
পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে আহসান উল্লাহ রিফাত কে সভাপতি, শাওন আহমেদ কে সাধারণ সম্পাদক, রাফাত ইন্তেজার অন্তর কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইউনিয়ন কমিটির দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :