• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

বাগমারা মডেল একাডেমি স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলাস্থ বাগমারা মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল সন্তোষজনক হয়েছে।

 

বিদ্যালয়টি থেকে গত বছরের ২৫ অক্টোবর শাহিন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং একই বছরের ৫ ডিসেম্বর লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর অধীনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন ট্যালেন্টপুলে ও ৮ জন সাধারণ গ্রেডসহ মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

 

বিদ্যালয় থেকে সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর ৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩ জনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তারা হলেন- বাগমারার বাসিন্দা মোঃ আশ্রাফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম তানভীর, দত্তপুরের বাসিন্দা মোঃ রাসেল আহম্মেদের ছেলে জাহিদ আবদুল্লাহ ও বাগমারার বাসিন্দা মোঃ ফারুক আহম্মেদের মেয়ে আরিশা আহম্মেদ।

 

জানা যায়, বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে। বর্তমানে ১২ জন শিক্ষক – শিক্ষিকা ও ২০৭ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। বিদ্যালয়ের সফলতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। ইতোমধ্যে বিদ্যালয়টির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। অত্যন্ত সুন্দর, নিরিবিলি ও মনোরম পরিবেশ বিদ্যালয়টি অবস্থিত। এছাড়া বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সন্তোষজনক বলে জানান এলাকাবাসী।

 

বিদ্যালয়ের পরিচালক মফিজুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে সফলতা অর্জন করায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে, সে জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষতে আরো ভালো ফলাফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর