
স্টাফ রিপোর্টার:
হাজারো ভক্ত,অনুরক্ত ও প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তাবলীগ জামাতের প্রবীন আমীর মাস্টার আব্দুর রশিদ (চৌয়ারার রসিদ স্যার)।
বুধবার (১০ জুলাই) বিকেল ৫ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৭ বছর। কর্মজীবনে তিনি একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ ও জোলাই ফাজিল ডিগ্রি মাদরাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তিনি তাবলীগ জামাতের আমীর হওয়ার সুবাদে ইসলাম প্রচারের লক্ষ্যে আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, গামবিয়া, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া,আইভরিকোস্টসহ সর্বমোট ৩৭ টি দেশ সফর করেছেন। বিশ্বের বিভিন্নপ্রান্তে কয়েক হাজার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তার দাওয়াতে ইসলাম গ্রহন করেছে।
এছাড়াও তিনি পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস জাকারিয়া রহঃ এর নিকট তাসাউফের বাইয়াত গ্রহণ করেন এবং পরবর্তীতে ওনার থেকে খেলাফত প্রাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল দশটায় মরহুমের নিজ গ্রাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন গলিয়ারা দক্ষিন ইউনিয়নের অন্তর্গত কুন্দরঘোড়ায় মরহুমের একমাত্র ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বাবা মায়ের পাশে তাকে দাফন করা হয়। জানাযায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর পাশাপাশি প্রখ্যাত ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন উজানীর পীর মাওলানা আশেকে এলাহী ও উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, ঢাকা লালমাটিয়া মাদরাসার মুহতামিম ও মরহুমের শ্যালক হাফেজ মাওলানা ফারুক আহমাদ, কুমিল্লা মুন্সেফবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক ও মরহুমের শ্যালক জনাব মোশতাক আহমেদ, গলিয়ারা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, জোলাই ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল ও মরহুমের বড় জামাতা মাওলানা আব্দুল হালিম। কুসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান, তাবলীগের মুরুব্বী মাওলানা মফিজুল ইসলাম ও কাউসার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মজুমদার, চৌয়ারা কলেজ মসজিদের খতিব ডা. মাওঃ আবুল কাশেম, কানেশতলা দাখিল মাদরাসার সাবেক সুপারিন্টেনডেন্ট মাওলানা আলী আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :