• ঢাকা
  • শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

বিএনপির তৃনমূল নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মতিন খান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান।

শনিবার (৪ মার্চ) কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাজীর গাও, কাশিপুর, রঘুনাথপুর, কৃষ্ণপুর এলাকায় গিয়ে তিনি তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এতে সকল স্তরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন।

কুশল বিনিময় করার পূর্বে হোমনা উপজেলার রঘুনাথপুর দরবার শরীফের পীর মজিবুর রহমান এনু মিয়া (রহ.) মাজার শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নাছের সম্পদ এর বাবা মরহুম ইয়াহিয়া মাস্টারের কবর, ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হেফজুর কবর ও হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জিবন সরকারের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইরন সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া, ৭নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি নোয়াব মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোল্লা, সবুজ মিয়া, আনোয়ার হোসেন আনু, সৌদি আরব রিয়াদ শাখার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জিবন এর ছেলে সফিকুল ইসলাম, ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হেফজু সরকারের ছেলে নিয়ামুল বাশার দিপু, মোহাম্মদ আলী মেম্বার, শাহজালাল, আমিরুল মেম্বার, মহিলা ইউপি সদস্য শাহারা বেগম, শাহজালাল মোল্লা, জাকির হোসেন, মহিউদ্দিন লিটন, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, উপজেলা নবীন দলের সভাপতি জুয়েল খান, ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব সরকার, রাজা মিয়া মেম্বার, কামাল মেম্বার, শহিদ সরকারও সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

এছাড়াও গত ২২শে ফেব্রুয়ারি বুধবার হোমনা উপজেলার ঘাড়মোড়া, শ্রীপুর, অনন্তপুর এলাকার তৃণমূল নেতা-কর্মীদের সাথেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় নেতা-কর্মীদের উদ্দেশে আব্দুল মতিন খান বলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনে আমি আপনাদের খাদেম হয়ে আসতে চাই, তাই আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। এসময় নেতাকর্মীরাও খোলা মনে তাদের অভাব অভিযোগ তুলে ধরেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর