• ঢাকা
  • রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

বিজয়ের চেতনা বয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মঃ জামাল হোসাইন ভূঁইয়া

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

১৬ ই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস। দিনটি অন্যান্য দিন এর মতো দেখতে হলেও এর মাহাত্ম্য এবং গুরুত্ব এক মাত্র বাঙালিই অনুভব করতে পারবে।সকাল বেলা যখন কোনো ছোট্ট বালিকা লাল সবুজ এর পতাকা নিয়ে খেলায় মত্ত,তার অফুরন্ত হাস্যউজ্জ্বল চেহারা যেকোনো মানুষকে অন্য রকম একটা ভালো লাগার জগৎ নিয়ে যায় তখন যেকোনো বাঙালির’ই মনে হবে কবি শামসুর রহমান এর “স্বাধীনতা তুমি” কবিতা।

স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি,
ফসলের মাঠে কৃষকের হাঁসি।”

 

 

কিন্তু এই বিজয় ছিনিয়ে আনার পথ মোটেও সহজ ছিল না বাঙালির জন্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এবং ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি তার লাল সবুজের পতাকা অর্জন করে। অর্জন করে হাজারো বছরের কাঙ্খিত বিজয়।

মহান এই বিজয় দিবসের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, আজীবন বেঁচে থাকুক বাঙালি জাতির সেই উদ্দাম শক্তি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন