
গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিন বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেন সংগঠনের সাবেক সভাপতি ডা. সরকার ফারুক আহমেদ।
কার্যকরী কমিটি’তে ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন লালমাই শাখার সভাপতি ও বাগমারা বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এম রবিউল আলম।
তাঁকে গুরুত্বপূর্ণ পদে আসীন করায় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সভাপতি-সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতিও দেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :