নিউজ ডেস্ক।।
ইউক্রেনে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা।
সোমবার (১৪ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে স্বজনদের কান্নার চিত্র ছিল বেদনাদায়ক।
হাদিসুর রহমানের খালা শিরিন আক্তার বলেন, ‘আমার পোলাডারে প্রতিবার আমি বিমানে উঠিয়ে দিতে আসি। ঢাকায় এলে সে সবসময় আমার কাছে থাকে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে।’
হাদিসুরের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘ভাই আমাদের সবার বড়। চাচাতো ভাই না আপন ভাই এটার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমার খুব কষ্ট হচ্ছে ও ভাই তুমি কই?’
কাঁদতে কাঁদতে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা রনি বলেন, ‘আমার ভাই কই আমার ভাইকে এনে দাও? আমি কার হাতের উপর ঘুমাব? ও ভাই তুমি কই?’
আপনার মতামত লিখুন :