• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

বিমানবন্দরে গাড়ির চাকায় মিলল ৪৬ পিস স্বর্ণের বার

কুমিল্লা জার্নাল

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর থেকে লুকানো অবস্থায় ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। আর বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কাস্টমসের সহায়তায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এসময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লা জার্নাল.কম

আরও পড়ুন

  • সারাদেশ এর আরও খবর