কলেজ প্রতিনিধি ।।
‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “করবো ভূমি পুনরুদ্ধার,রোখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” স্লোগানকে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর ডিগ্রি শাখা ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাঁধন দাস, যুব রেড ক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার প্রফেসর ইনচার্জ মোহাম্মদ সিপন মিয়া, সহকারী প্রফেসর ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক মজুমদার, যুব রেড ক্রিসেন্ট দলনেতা আব্দুল হান্নান ও সহকারী দলনেতা মো. আনিসুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের প্রক্কালে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষা, সংস্কৃতি ও শতবছরের ঐতিহ্যে লালিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। দেশের পরিবেশ দূষণ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। এ বিষয়টি উপলব্ধি করে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষ রোপনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেন।
আপনার মতামত লিখুন :