• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

বুড়িচংয়ে দক্ষিণ ভারেল্লা ইউপির প্রত্যাশা ও প্রাপ্তির এক বছর পূর্তি উদযাপন

কুমিল্লা জার্নাল

 

মোস্তাফিজুর রহমান ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রত্যাশা ও প্রাপ্তির এক বছর পূর্তিতে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৮ মার্চ শনিবার) বিকেলে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে রামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল হাসেম খান এমপি,প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন।
পরিষদের সচিব আব্দুর রহমান ভূঁইয়া ও চট্রগ্রাম বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আরাফাত অর্ণবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার,

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড মাহবুবুর রহমান,রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী ইকরাম উল্লাহ,আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন মেম্বার,বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদারসহ অন্যান্য অতিথিরা। উক্ত অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে মরণোত্তর ক্রেস্ট প্রদান মরহুম শামসুল আলম সাবেক চেয়ারম্যান,জিহান গ্রুপের চেয়ারম্যান মরহুম শাহপরান আজাদ,মরহুম হাজী আবদুল হাকিম সাবেক চেয়ারম্যান,মরহুম মনিরুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম ঈদ্রিস মিয়া ভূইয়া,মরহুম সফিকুল ইসলাম রাজা
সাবেক চেয়ারম্যান।মুক্তিযোদ্ধা সংবর্ধনা পেয়েছে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক,
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আয়েত আলী,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন
,বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম ভূঁইয়া (কনু),বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক ব্যক্তিবর্গ এবং ইউপি সকল সদস্যকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। স্বাগত বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এক বছরের কাজের জবাবদিহি সবার মাঝে তুলে ধরেন এবং প্রামাণ্যচিত্রে দেখানো হয়।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

মোস্তাফিজ /কুমিল্লা জার্নাল 

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর