• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২৭ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

বুড়িচংয়ে একরাতে মসজিদসহ ৪ বাড়িতে চুরি

কুমিল্লা জার্নাল

 

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বহুড়া গ্রামে মসজিদসহ দুইবাড়িতে হানা দিয়েছে চোরের দল। এ সময় জানালা সিটকারি কেটে গৃহবধুর কান ছিড়ে অলংকার নিয়ে যায়। আরেক ঘর থেকে স্বর্ণালংকার নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও ওই গ্রামের মসজিদের ইমামের ঘরে তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য নজরুল ইসলাম ও রামনগর গ্রামের ইউপি সদস্য তোফায়েল আহমেদ।

ওই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, শুক্রবার গভীর রাতে গ্রামে চোরের দল হানা দেয়। চোরের দল পূর্বহূড়া হাজি বাড়ি জামে মসজিদ প্রবেশ করে। তবে মসজিদ থেকে কোন কিছু চুরি হয় নি। মসজিদের পাশে ইমাম থাকার ঘরে দরজা ভেঙ্গে নগদ সাত হাজার টাকা নিয়ে যায়।

পূর্বহুড়া হাজি বাড়ি জামে মসজিদের ইমাম আবদুর রহমান বলেন, আমি গতকাল রাতে আমার ঘরে ছিলাম না। এক আত্মীয় বাসায় ছিলাম। পরে এসে দেখি আমার থাকার ঘরের দরজা ভেঙ্গে ঘরে থাকা ৭ হাজার টাকা নিয়ে যায়।

ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী শারমিন আক্তার বলেন, রাত দুইটা আড়াইটার সময় আৎকা কান টান দিয়া আমার বাম কানের একটা জিনিস লইয়া যায়। আমি চিৎকার দিতে দিতে চোর পলাইয়া গেছে।

প্বার্শবর্তী রামনগর গ্রামের সরকার বাড়ীর মোঃ সোহেল বলেন, রাতে কখন চোরের দল ঘরে ডুকে টের পাই নাই। ঘুম থাইক্কা উঠে দেখি ঘরে একটা স্বর্ণের চেইন ছিলো, নগদ ২০ হাজার টাকা আছিলো। এগুলো নাই। এরপর হুনি পাশের গেরামেও চুরি হইছে।

স্থানীয়রা অনেকেই নাম না প্রকাশ করার শর্তে জানান, সম্প্রতি মাদকসেবীদের উৎপাত বেড়েছে এলাকায়। মাদকের টাকা সংগ্রহ করতেই সঙ্গবদ্ধ চুরির ঘটনা বেড়েছে।

চুরির বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাই নি। তবুও আমরা যেহেতু ঘটনা শুনেছি, খোঁজখবর নিয়ে অভিযান করবো।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর