জাহিদ হাসান নাইম||
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়ায় ১০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়ার মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ মোস্তফা কামাল (৪০)।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তর পাড়া কুমিল্লা-টু-কসবাগামী রোডের শহীদ আলহাজ আবু তাহের কলেজ গেইটের সামনে রাস্তার উপর চেকপোস্ট করে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল (৪০) কে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :