ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
খালার বাড়িতে বেড়াতে এসে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শনিবার জোহরের নামাজের সময় থেকে খালার বাড়িতে বেড়াতে আসা কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামের গ্রবাসী সামিম হোসেনের মেয়ে ফারিয়া সুলতানা (৩)’কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজা-খুঁজি করার পরে ব্রাহ্মণপাড়া গ্রামের পশ্চিম পাড়া খালেক মিয়ার বাড়ি ফারিয়ার খালার ঘরের পূর্বপাশের পুকুর থেকে পানিতে ভাসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া মধুমতি হাসতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারিয়া সুলতানাকে মৃত ঘোষনা করে।
আপনার মতামত লিখুন :