• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

কুমিল্লা জার্নাল

মোঃ সোহেল ইসলাম, ব্রাক্ষণপাড়া প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কাউসার মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাচাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তার নিজ বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচাতো ভাই মোঃ হোসেন জানায়, কাউসার একজন দরিদ্র রাজমেস্ত্রী। পাশাপাশি অন্যের গরু (বর্গা) লালন পালন করতো। ঘটনার দিন সকালে (বর্গা) গরু বিক্রির জন্য বাড়িতে গরু বেপারীকে আসতে বলে। গরু বিক্রির কথা পাকা হওয়ার এক পর্যায়ে কাউসার তার নিজের বসত ঘর (টিনের বেড়া) এর সাথে মাথা হেলান দিয়ে দাঁড়ায়। পূর্ব থেকে দুর্ঘটনাবশত ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকায় কাউসার বেড়ার সাথে লেগে কাঁপতে থাকে।

 

এ অবস্থায় গরু বেপারী তাকে ধাক্কা মারলে, সে মাটিতে লুটিয়ে পরে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর