ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় ৯১ ব্যাচের পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা পরিষদ চত্বরে নানা ধরনের পিঠার আয়োজন করেন ৯১ ব্যাচের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ৯১ ব্যাচের সকল সদস্যবৃন্দ। দীর্ঘদিনের বন্ধুদের পেয়ে তাদের মাঝে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। ৯১ ব্যাচের সকল সদস্যরা তাদের শ্ব শ্ব স্থানে প্রতিষ্ঠিত। এ ব্যাচের বন্ধু মহলের মধ্যে কেউ সচিব, চিকিৎসক, সাংবাদিক, অ্যাডভোকেটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত আছেন। তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মানুষের কল্যাণ করে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলে মানুষকে ভালোবেসে তাদের কল্যানে নিরন্তর ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :