জুবাইদা ইয়াসমিন মুমু।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত শনিবার নগরীর রকস্টার রেস্টুরেন্টে।
ইফতার মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোশারফ হোসেন ভুঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওনক আরা বেগম, সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, সহকারী অধ্যাপক জি.এম.এম মিজানুর রহমান ভুঁইঞা, সহকারী অধ্যাপক মো. কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষ থেকে আগত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোশারফ হোসেন ভূঞা বলেন, করোনা পেন্ডামিকের পর দীর্ঘ দু বছর পর আবার মহিমান্বিত রোজায় ইফতার মাহফিল সবাই একসাথে হতে পেরেছি। আয়োজনে যারা ছিল সব শিক্ষার্থীদেরকে শুভ কামনা জানান।
আপনার মতামত লিখুন :