• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

মঙ্গলবার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথগ্রহণ

কুমিল্লা জার্নাল

 

রুবেল মজুমদার।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার ১১ টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি ফোন করে মাত্র জানালেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শপথ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের রবিবার (৩জুলাই) বিকেল ৩টায় সচিব, স্থানীয় সরকার বিভাগের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

জার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর