• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জে ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল মাথার খুলি !

কুমিল্লা জার্নাল

কুমিল্লার মনোহরগঞ্জে একটি ওয়ার্কশপে তারপিনের (দাহ্য পদার্থ) খালি ড্রাম বিস্ফোরণে ব্যাটারিচালিত এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বিকট শব্দে বিস্ফোরণের সময় ওই রিকশাচালকের মাথার খুলি উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মণপুর বাজারের মাদরাসা গেট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম। নিহত যুবক মোহাম্মদ রুবেল (২৮) উপজেলার ভাউপুর গ্রামের ওসমান গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে দুপুরে ড্রাম নিয়ে বাজারের একটি ওয়ার্কসপে আসেন রুবেল। সেখানে তিনি ড্রামটির ওপরের অংশ দিয়ে নিয়ম মতো জমা হওয়া গ্যাস না বের করে ছিদ্র করার চেষ্টা করেন। তখন ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান রুবেল। এসময় আরও দুজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেয়া হয়েছে।

মনোহরগঞ্জ ওসি মাহাবুল কবির বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারপিন তেলের ড্রামের মুখ কাটার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিবার কোন অভিযোগ করেনি। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রুবেল /জার্নাল

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর