
কুদরত উল্যাহ,
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১নং বাইশগাও ইউনিয়নের আওতাধীন ঐতিহ্যবাহী মান্দারগাও ফুলফুকুরিয়া আদর্শ সমিতির নিয়মিত কমিটি গঠন করা হয়েছে। গত২৫শে জানুয়ারি মান্দারগাও উচ্চ বিদ্যালয়ের মিলনাতায়নে কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক সাধারণ সভায় গত ১৪ ই সেপ্টেম্বর সাধারণ সভায় গঠিত এডহক কমিটির সভাপতি মাষ্টার আবুল কালাম এর সভাপতিত্বে এডহক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সমিতির সাধারণ সদস্যদের সামনে সরাসরি ভোটের মাধ্যমে মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া কে সভাপতি, মুক্তার হোসেন বাসেতকে সেক্রেটারি, জায়েদ ভূইয়া ও আব্দুস সাত্তার কে সহ সভাপতি নির্বাচিত করে। একই সময়ে সমিতির সদস্যরা এই চারজনকে কার্যকরী কমিটির বাকি ৭ জন সদস্য নির্বাচন করে পুর্ণাংগ কমিটি গঠনের দায়িত্ব দেয়। এরই পরিপ্রেক্ষিতে ২৫ সে জানুয়ারি সন্ধ্যায় নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভায় আব্দুল মান্নান ও মাষ্টার আবুল কালাম কে সহ সেক্রেটারি, ক্যাশিয়ার হিসাবে মাস্টার ফিরোজ আলম, প্রচার সম্পাদক, রফিকুল ইসলাম, এবং সিনিয়র সদস্য আব্দুর ওয়াদুদ মোল্লা, সদস্য জামাল উদ্দিন আঠিয়া ও মোহাম্মদ বোরহান উদ্দিন কে নিয়ে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। এখানে উল্ল্যেখ্য যে, গত এক দশক ধরে চলমান সমিতির বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে সমিতির সকল সদস্যবৃন্দ মিলিত হয়ে গত ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে একটি সাধারণ সভা ডাকে সেই সাধারণ সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি এডহক কমিটি গঠন করে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মান্দারগাও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আবুল কালাম। এবং সদস্যবৃন্দরা হলেন আব্দুল ওয়াদুদ মোল্লা, মোহাম্মদ জামাল উদ্দিন আঠিয়া, মোফাজ্জল হোসেন তনু, সদস্য, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার,আরেফিন হোসেন এবং দুলাল হোসেন। এই এডহক কমিটিকে সমিতির বর্তমান অবস্থা এবং অনিয়মসমূহ তদন্ত করে সদস্যদের কে একটি রিপোর্ট দেওয়া সহ একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। ৪ মাস কাজের পর গত ২৫ সে জানুয়ারি এডহক কমিটি এই সাধারণ সভা ডাকে। সাধারণ সভায় প্রথমে এডহক কমিটির সদস্য জনাব আব্দুল ওয়াদুদ মোল্লা কমিটির তদন্ত রিপোর্ট পড়ে শোনান। তদন্ত রিপোর্ট পেশ করার সাথে এডহক কমিটি এই আশাবাদ ব্যক্ত করে যে নবনির্বাচিত কার্যকরী কমিটি ইতিপুর্বে সংগঠিত সকল অনিয়ম এর আইনগত ব্যবস্থা নিয়ে এটিকে একটি সত্যিকারের আদর্শ সমিতির রূপ দিবে।
আপনার মতামত লিখুন :