
কুদরত উল্যাহ–
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগমনে ও লাকসামে বিএনপি’র জনসভাকে সফল করার লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম এর নির্দেশে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াস পাটোয়ারী, সাবেক সভাপতি ইউসুফ ভূঁইয়া, বিএনপি নেতা মাষ্টার শাহজাহান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবনেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মনোহরগঞ্জ যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহ ফরান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, সাবেক ছাত্রনেতা হাসান পাটোয়ারী, আরিফুর রহমান, মনির হোসেন, ওমর ফারুক জিসান, ইসমাইল হোসেন, সাকির আহম্মেদ যুবদল নেতা সফিক পাঠান, মোঃ সোহাগ, রবিউল হোসেন, খোরশেদ আলম, হুমায়ুন কবির, মহসিন, শ্রমিক দল নেতা লোকমান হোসেন, হৃদয়, মাসুদ, মোতালেব, কৃষক দল নেতা সেকান্দারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :