• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৫
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলা ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে- জসিম উদ্দিন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, নিজস্ব প্রতিনিধিঃ-
কুমিল্লার মনোহরগঞ্জে Rash bro present’s
এর উদ্যোগে আয়োজিত ফ্রিজ কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় তিনি বলেন -খেলাধুলা মাদকসহ সবধরনের বিপথগামীতা থেকে ছাত্র ও যুবসমাজকে দূরে রাখে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলার উন্নয়নসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সকলকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাচ্ছে।

এসময় তিনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে এলাকার সকল শ্রেণি-পেশার লোকজনকে সহযোগিতার আহবান জানান।

শাহ শরীফ রহ. ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনির হোসেন হেলালের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রভাষক মোজাহেরুল ইসলাম, মির্জাপুর সাত পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, আয়োজক জাহিদুল ইসলাম রাশেদ প্রমুখ।রাশ ব্রো প্রেজেন্টস আয়োজিত ফ্রিজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুদাফরগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ঝলম থ্রি স্টার ক্লাবকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শীত উপেক্ষা করে নানা বয়সের সহস্রাধিক দর্শক খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর