• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

মামলার এক ঘণ্টার মধ্যেই হত্যার আসামি গ্রেফতার

কুমিল্লা জার্নাল
শাহরিয়ার ইমন জয়।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত সেই বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পাশের উপজেলা লালমাইয়ের কলমিয়া বাজার থেকে ঘটনার দিন সন্ধ্যা ৬ টায় তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
তিনি বলেন, ছোট ভাই হাফেজ আহম্মেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আব্দুল মালেক। ঘটনার পর বিকেল ৫টায় নিহতের ছেলে মোস্তফা মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাথে সাথেই আমরা তার মোবাইল ফোনের লোকেশন ট্রেকিং করে আমরা জানতে পারি সে লালমাই থানার কলমিয়া বাজারে আছে। পরে আমি ফোর্স নিয়ে সেখানে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে তাকে গ্রেফতার করি। জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের আবদুল মজিদের ছেলে আব্দুল মালেক (৬৫) ও হাফেজের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকাল ১০টায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করেন মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর