ডেস্ক নিউজঃ মারজেন-আগোরা মাছের মেলা ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩মার্চ) এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে আগামী ১০ মার্চ পর্যন্ত আগোরার ঢাকাস্থ সকল আউটলেট গুলোতে হালদা ফিশ রেডি টু ইট এন্ড রেডি টু কুক আইটেম এর উপর চলছে ১০ % বিশাল ডিসকাউন্ট।
মেলার উদ্বোধন করেন মৎস অধিদপ্তরের মহা পরিচালক খন্দকার মাহাবুবুল হক ।
অনুষ্ঠানের আগোরা লিমিটেড এর মার্কেটিং ও কমার্শিয়াল প্রধান খন্দকের নূর এ বোরহান এর সভাপতিত্বে ছিলেন মৎস অধিদপ্তরের সহকারী মহাপরিচালক আতিয়ার রহমান, আগোরার সম্মানিত গ্রাহকবৃন্দ সহ মারেজন ও আগোরা সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মারজেন লিমিটেড উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত মাছ চাষীদের কাছ থেকে ভোক্তা পর্যায়ে নিরাপদ মাছের বিপণন ব্যবস্থার পাশাপাশি মাছের সার্বিক চাহিদা ও জনপ্রিয়তা বৃদ্ধি করতে বাজারে নিয়ে এলো প্রক্রিয়াজাতকৃত রেডি টু কুক (RTC) এবং রেডি টু ইট (RTE) মাছ। এই উদ্যোগে সহায়তা করছে ফিড দ্যা ফিউচার ‘বাংলাদেশ অ্যাকোয়াকালচার এন্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’, যেটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ (WorldFish Bangladesh), আর আর্থিক সহায়তা করছে ইউএসএআইডি (USAID)।
আপনার মতামত লিখুন :