• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

মুরাদনগরে ঘুমের ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবক নিহত

কুমিল্লা জার্নাল

মুরাদনগর প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগরে ঘুমের ঘরে অগ্নিদগ্ধ হয়ে মুজাহিদ (১৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে।স্থানীয় স্কুলে দশম শ্রেনিতে পড়াশোন করত। শনিবার রাত বারোটায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলকাবাসী ও নিহতের স্বজনরা জানায় , নিহতের বাবা ইব্রাহিম মিয়া প্রবাসে থাকেন। বড় ছেলে মুজাহিদকে বাসায় রেখে। তার ‘মা’ ছোট ভাই- বোনদের নিয়ে মামার বাড়ি বেড়াতে যান। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে। তখন পাশের ঘর থেকে লোকজন আগুন দেখে শুর চিৎকার শুরু করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর আগেই ঘরে মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। অন্যথায় পাশের ঘর গুলি সব পুড়ে যেত। এসময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিশেক দাশ বলেন, খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানা ওসি কামরুজ্জামন তালুকদার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এবং জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের লাশ দাফন কাফন সম্পন্ন করতে পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর