স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগরে পুকুরে ডুবে নারায়ণ চক্রবর্তী ওরফে নাড়ু-ঠাকুর(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসার (বড় মাদ্রাসা) পুকুরে ঘটনা ঘটে। নিহত নারায়ণ চক্রবর্তী মুরাদনগর সদরের বাজার এলাকার চিনু চক্রবর্তী (চিনু ঠাকুর) এর ছেলে। সে মুরাদনগর বাজারে কাপড় সেলাইয়ের এর কাজ করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণ চক্রবর্তী রবিবার রাত আনুমানিক আটটার দিকে টিউওবলের পাইপ নিয়ে সাঁতরে পুকুর পার হওয়ার সময় মাঝখানে গিয়ে তলিয়ে যায়। এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন (সোমবার) সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নারায়ণ চক্রবর্তী শারিরীকভাবে অসুস্থ ছিল বলেও জানা যায়।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল বারী নয়ন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :