শাহ সাহিদ উদ্দিন।।
কুমিল্লার মুরাদনগরে রাতের অন্ধকারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধা মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত্য তালেব আলি ব্যাপারীর স্ত্রী। বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায় বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন। বৃহস্পতিবার সকাল ৬ টায় নিহতের নাতি সাগর তাকে নাস্তার জন্য ডাকতে গেলে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমেনা খাতুন।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সকালে বাজারে আসলে মৃত্যুর ঘটনাটি আমার কানে আসে সাথে সাথে আমি গ্রাম পুলিশ ও ইউনিয়ন সদস্য দিয়ে ঘটনাস্থলে আসি এসে আমি কোন আলামত সংগ্রহ করতে পারি নাই পরে মুরাদনগর থানা পুলিশকে বিষয়টি অবগত করি পুলিশ এসে তদন্ত করছে তাদের সহযোগিতায় সত্য ঘটনাটি উদঘাটন হবে বলে আমি আশাবাদী।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের সাথে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বলেন, সরজমিনে আমি ঘটনাস্থলে গিয়েছি এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জার্নাল /মুন্না
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :