• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

মুরাদনগরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন

কুমিল্লা জার্নাল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য পার্থ সারথি দত্ত, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মমিনুল হক।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা কবির আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর