• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার চেষ্টা, ভাতিজাসহ গ্রেফতার দুই

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শাহগোদা এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচিকে হত্যার উদ্দেশ্যে মারধর করার ঘটনা ঘটেছে। এঘটনায় বাঙ্গরাবাজার থানায় মামলা দায়েরের পর প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহগদা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা উপজেলার শাহগোদা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫), একই গ্রামের মৃত পাসন মিয়ার ছেলে মুনায়েম হোসেন(৫০)।
জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহগোদা গ্রামের মৃত পাষন মিয়ার পরিবারের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে মৃত সিদ্দিকুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে কিছুদিন পূর্বে সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৫/৭ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জায়গা দখলের জন্য পাষন মিয়ার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এসময় পাষন মিয়ার স্ত্রী হাসিনা বেগম প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাথারী পিটিয়ে জখম করে। এসময় তার একটি হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্তক জখম হয়। এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের ছেলে এরশাদ মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরাবাজার থানার এসআই মোহাম্মদ হোসেন ফাহিম বলেন মামলায় এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর