• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

যথাযোগ্য মর্যাদায় জয়মঙ্গলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

কুমিল্লা জার্নাল

শাহরিয়ার ইমন জয়: চৌদ্দগ্রাম, কুমিল্লা।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান মজুমদার।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ইফতারুল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাঈন উদ্দীন মাষ্টার, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর