• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ এপ্রিল, ২০২২
Designed by Nagorikit.com

লাকসামে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে Victory IT Academy

কুমিল্লা জার্নাল

লাকসামে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে Victory IT Academy. আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ঠিকানাঃ কলেজ রোড, (২য় তালা), চার ঘাটলা পুকুর পাড়, নবাব ডাইনসের পাশে, লাকসাম।

কোর্স সমূহঃ
১। বেসিক কম্পিউটার ও অফিস এপ্লিকেশন কোর্স।
২। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন।
৩। ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং।
৪। প্রফেশনাল ভিডিও এডিটিং।

এছাড়া বিশেষ আর্কষন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য “একাডেমিক আইসিটি কোর্স”।

উদ্বোধন উপলক্ষ্যে ৯০দিন মেয়াদী বেসিক কম্পিউটার কোর্স টি মাত্র ১৪৯৯/-। এ ছাড়া অন্যান্য সকল কোর্সেও বিশাল ডিসকাউন্ট।

সকল কোর্স শেষে সরকারি সনদপত্র প্রদান করা হবে।

বিস্তারিত জানতে এবং ভর্তি হতে কল করুন- ০১৭৭০-৪০৬৬১৬, ০১৬০১৪০৬৬১৬ অথবা ইমেইলঃ victoryitacademy@gmail.com

সকল ক্লাস মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।

সার্বিক তত্ত্বাবধানেঃ ICT Division, Bangladesh, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন, লাকসাম।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর