• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২১ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

লালমাই’তে ১৫ টি ভূমি ও গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই (কুমিল্লা)

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ে (২য় ধাপে) দেশের ৬৪ জেলায় ২৬,২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে দেশের ৪৮৩ টি উপজেলার ন্যায় কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে ০৭ টি ও ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোটতুলায় ০৮ টি করে ১৫ টি ক’ শ্রেণীর ভূমি ও গৃহহীন পেল ভূমি ও গৃহ।

 

লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও রওনাক জাহান, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক আমিন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজুমদার, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমাই উপজেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৫ টি ঘরের অনুমোদন দিয়েছেন। নিজেদের তত্ত্বাবধানে এসব নির্মাণকাজ করা হচ্ছে। স্বচ্ছভাবে নির্মাণ কাজ পরিচালনা ও ঘরগুলো গুণগত মান ধরে রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাঠপর্যায়ের কর্মকর্তারা তদারকি করছেন। উদ্বোধনের অংশ হিসেবে উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ০৭ টি এবং ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোটতুলা গ্রামে ০৮ টি করে মোট ১৫ টি আধা পাকা গৃহের চাবি হস্তান্তর করেছি।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর